শাহরুখ খান

ভক্তদের নিরাশ করেন না তিনি, মধ্যরাতে এসে দাঁড়ালেন ব্যলকনিতে

তৃতীয়পক্ষ ওয়েব- তিনি কখনো ভক্তদের নিরাশ করেন না। আর তাই মন্নতের ব্যলকনিতে এসে দাঁড়ালেন তাঁর সিগনেচার পোজ-এ। তিনি হলেন সবার প্রিয় শাহরুখ খান। ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন চুম্বন।

দিল্লির এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া সেই ছেলেটি শুধু মুম্বই জুড়ে রাজত্ব করার স্বপ্ন দেখেছিল৷ আজ সেই ছেলেটিই কোটি কোটি মানুষের স্বপ্নে-জাগরণে। তিনি হলেন শাহরুখ৷ দ্য শাহরুখ খান৷ তবে আজ শাহরুখ শুধু একটা নাম নন৷ বহু মানুষের বেঁচে থাকার রসদ হলেন এই একটি মানুষ৷ নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার পাশাপাশি হয়ে গিয়েছেন আস্ত একটা ব্র্যান্ড৷

ঘড়ির কাটায় রাত তখন ১২টা৷ ২ নভেম্বর শুরু হতেই মন্নতের সামনে অগণিত ভক্ত৷ অবশ্য আগের রাত থেকেই সেই ভিড় শুরু হয়েছিল। সেই প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে হাজির অনেকেই। ব্যালকনি থেকে শাহরুখের হাত নাড়াটুকুই তাঁদের কাছে বিশাল৷ ২ নভেম্বর শাহরুখ খানের ৫৭তম জন্মদিন। সমুদ্রপাড়ের সেই মায়ানগরীতে আজ অন্য এক উৎসব। ভক্তদের মুখে একটাই কথা- উই লভ শাহরুখ৷

প্রসঙ্গত ২ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘পাঠান’ সিনেমার টিসার। তার সঙ্গে রয়েছে আরও এক চমক, রুপোলি পর্দায় ফের দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’কে। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনের উপহার এটি। ২ নভেম্বর শাহরুখ খান-অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবার রিলিজ করবে৷ হিন্দি সিনেমার ইতিহাসে দীর্ঘতম চলমান চলচ্চিত্র এটি৷

শেয়ার করতে:

You cannot copy content of this page