শচিন থেকে লারা, ওয়ার্ন প্রয়াণে শোকাহত ক্রিকেট

তৃতীয়পক্ষ ওয়েব- বিশ্ব বিখ্যাত ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে হতবাক ক্রিকেটজগত। এদিন শুক্রবার সন্ধ্যায় আচমকা ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। শেন ওয়ার্নের স্পিনারেই ক্রিকেটে তৈরি হয়েছিল এক ইতিহাস। ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার নজির শুধুমাত্র ওয়ার্নের।

মাঠ এবং মাঠের বাইরে,  শেন ওয়ার্ন মানেই এক বর্ণময় চরিত্র। বিতর্কে জড়িয়েছেন অসংখ্যবার, আবার মাঠে নেমে পারফর্মও করেছেন দূর্দান্ত। ২২ গজ ছেড়েছিলেন মাথা উঁচু করে। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ওয়ার্নের অবদান উজ্জ্বল হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা ক্রিকেটমহলে।

বন্ধু হারানোর শোকে বিহ্বল রিকি পন্টিং। শোকাহত শচিন তেন্ডুলকরও। শেন ওয়ার্ন চলে গেলেন। কিন্তু রেখে গেলেন অনেক কিছু।  ক্রিকেটবিশ্বের কাছে এক অধ্যায় হয়ে থাকবেন শেন ওয়ার্ন।

ক্রিকেট দুনিয়ার এক বর্ণময় চরিত্র ছিলেন শেন ওয়ার্ন। ড্রেসিংরুমে সতীর্থদের মাতিয়ে রাখতেন সবসম্য। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটদুনিয়ায়।

শেয়ার করতে:

You cannot copy content of this page