বিস্ট-কেজিএফ চ‍্যাপ্টার ২-এবার সুনামি আনবে বক্স অফিসে!

তৃতীয়পক্ষ ওয়েব- বলিউড যেন আশেপাশে কোথাও নেই। গত কয়েক মাসে শুধু ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছাড়া কোনো ছবিই তেমন ব‍্যবসা করতে পারেনি। অন‍্যদিকে দক্ষিণে একের পর এক ছবি হিট।

সুপারহিট কন্নড় ছবি ‘কেজিএফ’ এর সিক‍্যুয়েল চ‍্যাপ্টার। ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবিটি। ‘আর আর আর’ এর পর কেজিএফের সিক‍্যুয়েল ছবি যে আরেকটি ব্লকবাস্টার হতে চলেছে তার ইঙ্গিত মিলেছে টিকিটের আগাম বুকিং দেখেই।

ফিল্ম ক্রিটিকদের মতে, কেজিএফ চ‍্যাপ্টার ২ বক্স অফিসে ধুম তুলবে। আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আর আর আর কেও ছাপিয়ে গিয়েছে এই ছবি। করোনার পর এই ছবির টিকিটই সবথেকে বেশি আগাম বিক্রি হয়েছে। মুক্তির দিন থেকেই ঢালাও ব‍্যবসার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী কালে আরো বাড়বে।

অন্যদিকে পিছিয়ে নেই বিজয়ের ‘বিস্ট’ও। বুধবার মুক্তি পেয়েছে ছবিটি। আগাম বুকিংয়ের ক্ষেত্রে তামিলনাড়ুই সবথেকে বেশি এগিয়ে ছিল। রবিবার পর্যন্ত বিস্টের সবকটি শো হাউজফুল। দর্শকরা আগামী সোমবারের টিকিট কাটাও শুরু করে দিয়েছেন।

বরুণ ধাওয়ান বিস্টের হিন্দি ট্রেলার শেয়ার করেছেন। এছাড়া খোদ কিং খান থালাপতি বিজয়ের প্রশংসা করেছেন। যা হিন্দি মার্কেটে ছবির ব‍্যবসায় অনুকূল হবে বলেই আশাবাদী ফিল্ম বিশেষজ্ঞরা।

এবার মুখোমুখি টক্কর বিস্ট এবং কেজিএফ চ‍্যাপ্টার-২ এর। হিন্দীর তুলনায় দর্শকেরা যে এখন দক্ষিণী সিনেমার দিকেই বেশি ঝুঁকছেন সেটাই বলছেন বিশেষজ্ঞরা।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page