কবিতা।। ক্লান্তির বিউগল।। ইমেল নাঈম
একা চলতে চলতে শিখে নিয়েছি ঠিক
কতটা পথ দৌড়লে আড়াল হওয়া শেখা যায়—
যে পথে আগুনের হাতেখড়ি, সে পথটি আপন,
হঠাৎ দেখলেই মনে হবে কোনও চিত্রশিল্পী
আঙুলের কড়ে লিখে দিচ্ছে ফলাফল অদৃষ্টে।
তা দেখে নিজেকে আলিঙ্গন করছি—
ভেসে আসে কান্ট্রি মিউজিক—
চুপিসারে ডুবে যাচ্ছে একটা বিকাল।
সন্ধ্যা নামছে, ঝিঁঝিঁর ডাক—
কিছু মানুষ আগুনকে গোল করে বসে
চালিয়ে দিয়েছে সান্ধ্যসংগীত।
আমি দূরে বসে, পরিব্রাজক চোখে
এঁকে নিচ্ছি তোমাকে। আর ঘড়ির কাটায়
ব্যবচ্ছেদ করছি অনবরত।
বিনিময়ে পুড়ে যায় সমগ্র পৃথিবী,
ক্লান্তির বিউগল বাজিয়ে।