চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর!

তৃতীয়পক্ষ ওয়েব- ঘুম যে কতটা মারাত্মক হতে পারে কখনো কখনো, তা বোধহয় বুঝতে পারেনি এই চোরটি। আর তাই পরিণতিও হল সেরকম। চুরি করা জিনিস বইতে না পেরে ঘুমিয়ে পড়ছিল সেখানেই। আর ঘুম ভাঙতেই জুটল মার। এই ঘটনাটি ঘটেছে বাংলার বুকে ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতে।

দক্ষিণ ২৪ পরগণার উত্তর তালদি গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা প্রদীপকুমার নাথ। কর্মসূত্রে কলকাতায় থাকেন তিনি। গ্রামের বাড়িতে মাঝে মধ্যে যাতায়াত করেন। আর তার বাড়ি যে প্রায়ই ফাঁকা থাকে কমবেশি সবাই জানেন সেটা। সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করেছিল এই চোর।

যার পরিণতি হলো ভয়ংকর। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে জানালা ভেঙে ঢুকে পড়েছিল এক যুবক। জিনিসপত্র হাতানোও হয়ে গিয়েছিল তার। সেই সব জিনিস নিজের ঘরে রেখে আবারো ওই বাড়িতেই চুরি করতে ঢুকেছিল সে।

তারপরেই শুরু হয় প্রবল বৃষ্টি। মনোরম আবহাওয়া পেয়ে ব্যাগপত্র গুছিয়ে রেখে চেয়ারে বসে পড়ে অভিযুক্ত। কখন যে ঘুমিয়ে পড়েছে সে বুঝতেই পারেনি। সন্ধে ঘনিয়ে এলেও ঘুম ভাঙেনি তার। তবে ততক্ষণে বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে যায়। প্রদীপবাবুর ঘরের জানালা ভাঙা অবস্থায় রয়েছে।

তারা প্রদীপবাবুকে ফোন করে ঘটনার কথা জানায়। প্রদীপবাবু বাড়ি এসে দরজা খুলতেই চক্ষুচড়কগাছ। দেখতে পান ঘরের মধ্যে সব কিছুই জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। চেয়ারে নজর পড়তেই দেখতে পান একজন ঘুমিয়ে রয়েছে। প্রতিবেশীদের সাহায্যে ওই যুবককে আটকে রাখেন। খবর দেওয়া হয় থানায়। তথ্যসূত্রে খবর পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page