শিথিল হলো বিধিনিষেধ
তৃতীয়পক্ষ ওয়েব- ২০২১ শেষ থেকেই রাজ্যে বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল করোনার। আর তার জেরেই ফের নেমে এসেছিল বিধিনিষেধের কড়াকড়ি। লোকাল ট্রেন, স্কুল, কলেজ, অফিস সব কিছুতেই পড়েছিল বাঁধা। তবে এবার ধীরে ধীরে শিথিল হচ্ছে বিধিনিষেধ। করোনার ভয় কিছুটা সরে যাওয়ার কারণে জনজীবন সচল করতে পদক্ষেপ নিচ্ছে নবান্ন। সেই পদক্ষেপেই এবার বিধিনিষেধের নতুন নিয়ম জারি করা হল।
নবান্ন থেকে জারি হওয়া নতুন ঘোষণা অনুযায়ী
• ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলবে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। ক্লাস শুরু হবে কলেজ, ইউনিভার্সিটিরও।
• পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন হবে ‘পাড়ায় পাঠশালা’য়। তবে ছোটদের স্কুল এখনই খুলছে না।
• ৪, ৫ সরস্বতী পুজো। ছেলেমেয়েরা পুজো করতে পারবে।
• সরকারি, বেসরকারি অফিসে ৭৫% হাজিরা নিয়ে হবে সমস্ত কাজকর্ম।
• ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা বিধিনিষেধ চলবে। রাতের বিধিনিষেধ রাত ১১টা থেকে ভোর ৫টা।
• ৭৫ % নিয়ে সিনেমা হল, থিয়েটার হল, রেস্তোরাঁ এবং বার চালু থাকতে পারবে। স্পোর্টস অ্যাকটিভিজ ৭৫% আসনে লোক নিয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচিও ৭৫% আসনে লোক নিয়ে করা যাবে। নেতাজি ইনডোরে কোনও অনুষ্ঠান হলে ৭৫% আসন ক্ষমতা নিয়ে অনুষ্ঠান করা যাবে। হলগুলোও ৭৫% লোক নিয়ে চলবে।
• রাস্তার মিটিং মিছিলে একটু কড়াকড়ি রাখা হয়েছে। পুরোটা একসঙ্গে ছাড়লে সমস্যা হতে পারে। অন্যদিকে সিএবির আইপিএল আসছে। সুতরাং একটা ভেন্যু থেকে ৭৫% ক্যাপাসিটি রেখে করতে পারবে।
• সুইমিং পুল খুলে দেওয়া হল। পার্ক খুলে দেওয়া হচ্ছে। বিয়েবাড়িতে ৭৫% উপস্থিতিতে ছাড়।
• মুম্বই, দিল্লির বিমান নিয়মিত ওঠানামা করবে।
• ইউকে কলকাতা উড়ান চালু হবে। আরটিপিসিআর করতে হবে এক্ষেত্রে।