‘গীতবিতান’ এর থেকেও ‘কবি’ মমতার ‘কবিতা বিতান’ দামি!
তৃতীয়পক্ষ ওয়েব- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘নিরলস সাহিত্য সাধনা’র জন্য বাংলা সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। ‘কবিতা বিতান’ বইয়ের জন্যই পুরস্কার পেয়েছেন তিনি। এরপর থেকেই প্রতিবাদে সরব বাংলার একাধিক কবি সাহিত্যিকরা। সরাসরি প্রতিবাদ না করলেও কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুরস্কার ঘোষনা হওয়ার পরেই তাঁর লেখা দুটি কবিতা পাঠ করেছিলেন শ্রীলেখা। গম্ভীর মুখে ‘কবি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা দুটি পাঠ করেছিলেন তিনি। এর সঙ্গে এও জানিয়েছিলেন, শ্রোতাদের ভাল লাগলে আবারো কবিতা পাঠের আসর নিয়ে আসবেন শ্রীলেখা।
প্রসঙ্গত এবার আর কবিতা পাঠ নয়, দুটি বইয়ের দামের তুল্যমূল্য বিচার করেছেন শ্রীলেখা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতবিতান’ আর ‘কবি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কবিতাবিতান’। দুই বইয়ের দামের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তুলনা করলেন শ্রীলেখা।
একটি অনলাইন বই কেনার সাইটে রবি ঠাকুরের গীতবিতানের সম্পূর্ণ খণ্ডটির দাম ৭২৯ টাকা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান বইয়ের দাম ১১৩০ টাকা।
দুটি ছবিই সংগৃহীত বলে জানিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘উড়িয়া গেল কেমনে? আমার মনবিতান থেকে কে যেন হাম্বা ডাকিতেছে, যাই দেখিয়া আসি ঝপাং হইবার পূর্বে।’ নিমেষে ভাইরাল শ্রীলেখার এই পোস্ট।
প্রসঙ্গত গত সোমবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যের তথ্য সংষ্কৃতি দফতর আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে পুরস্কার দেওয়ার কথা ঘোষনা করা হয়। সেখানেই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ঘোষনা করেন, নিরলস সাহিত্য সাধনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরষ্কার দেওয়ার কথা ভাবা হয়েছে।