Tarun Majumdar: ভালোবাসার বাড়ি ছাড়লেন
তৃতীয়পক্ষ ওয়েব- হার মানলেন ‘দাদার কীর্তি’র স্রষ্টা তরুণ মজুমদার। সোমবার সকাল ১১.১৭ মিনিটে প্রয়াত হলেন বর্ষীয়ান পরিচালক। গত ১৪ জুন থেকে কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান পরিচালক। বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন।
তথ্যসূত্রে খবর রবিরার মাঝরাত থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে। ডায়ালিসিসের প্রয়োজন থাকলেও ডায়ালিসিস দেওয়ার অবস্থায় তিনি ছিলেন না। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। কিডনির সমস্যা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তাঁর।
বাংলাদেশের বগুড়ায় জন্ম তরুণ মজুমদারের ১৯৩১ সালের ৮ জানুয়ারি। প্রায় ষাট বছরের দীর্ঘ কেরিয়ার। ১৯৫৯ সালে ছবির জগতে পা রাখা তাঁর। ২০১৮ সাল পর্যন্ত কাজ করেছেন তিনি। ১৯৯০ সালে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছিলেন।