‘নদী পেরনো হলো না’ শুভেন্দুর, প্রিজন ভ্যানে উঠলেন
তৃতীয়পক্ষ ওয়েব- নবান্ন অভিযানের মুখেই ভ্যানে তোলা হলো লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারীকে। পুলিশের সঙ্গে বচসা বাঁধল শুভেন্দুর। বচসা আরও বাড়তে থাকায় পুলিশের প্রিজন ভ্যানে প্রথমে তোলা হয় লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহাকে। এর পরেই ভ্যানে তোলা হয় বিরোধী দলনেতাকে।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টি বলেনি নির্বাচন ছাড়া চেয়ারে বসে পড়বে। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে একপ্রকার নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে পালিয়ে গিয়ে পুরো রাজ্যের সিভিক পুলিশ থেকে সকল পুলিশকে রাস্তায় নামিয়েছেন।’ শুভেন্দু আরও বলেন, ‘আমি জানতাম যে কোলাঘাট থেকে এলে ধূলাগড়ে আটকাত আমাদের। পুলিশের মধ্যে আমার লোক আছে প্রচুর। কিন্তু আমি ব্যক্তিবাদে বিশ্বাস করিনা। বিজেপির অনুষ্ঠান এটা।’