New-Vande-Bharat

অত্যাধুনিক দ্রুত গতির ট্রেন বন্দে ভারত

তৃতীয়পক্ষ ওয়েব :- পিনাকী চৌধুরী।। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। নীল সাদা রঙের এই বিশেষ ট্রেনটি গতকাল রবিবার হাওড়ায় চলে এসেছে। বর্তমানে একটি সটিং কারশাডে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ ডিসেম্বর যাত্রা শুরু করবে ‘ বন্দে ভারত ‘ । উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তাহের ছ’দিন হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম হলেও দেশের নিরিখে এটি ষষ্ঠ বন্দে ভারত ট্রেন। সাধারণত হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত যেতে যেসব ট্রেনের ১২ ঘন্টা সময় লাগে, বন্দে ভারতের ক্ষেত্রে তা আট ঘণ্টা । সপ্তাহের ছ’দিন সকাল ৫.৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে আর জলপাইগুড়ি পৌঁছবে বেলা ১ .৫০ মিনিট নাগাদ। ইতিমধ্যেই হাওড়ার ডিআর এম মণীশ জৈন সহ পূর্ব রেলের আধিকারিকরা ট্রেনটি দেখে এসেছেন। আগামী ৩০ ডিসেম্বর যাত্রা শুরুর আগে ট্রেনের নিরাপত্তা জনিত যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হবে।।

শেয়ার করতে:

You cannot copy content of this page