কবিতা।। সৈকত ঘোষ।।
নায়ক
চোখ ভর্তি সমর্পণ আর একটা ছিনতাইকারী হৃদপিণ্ড নিয়ে
যে তোমার সামনে এসে দাঁড়িয়েছে,
যার কলারে অক্ষমতা আর পার্সে ফাইভস্টার জীবন
তাকে কি তুমি নায়ক ভাবো?
অপেক্ষা থেকে জল খসে যায়,
কাজল মোছে মিথ্যে সফটওয়্যার
তোমার গতিপথে বালিকা বয়স,
জলতরঙ্গে লাজুক পাশবালিশ
তোমার শীতলতা প্রতি পদে পদে অনুবাদ করেছে সে
ব্লিঙ্ক করা একাকীত্বে তোমাকে ভিজিয়ে দিয়েছে যে পুরুষ
তার কাছেও কি তুমি নদীর গল্প বলবে
বলবে, কীভাবে বারবার ট্রেন মিস করেছিল ইউলিসিস!
তারচেয়ে একদিন তাকে ডাকো,
ভিড় রাস্তায় জাপটে চুমু খাও
যতক্ষণ না পৃথিবীটা নিভে যাচ্ছে…
ভিলেন
বেঁচে থাকলে রবীন্দ্রনাথকে সবচেয়ে বড়ো
ভিলেন বানানো হতো
তার লাইফস্টাইল বিদেশ ভ্রমণ এমনকি সেক্স অ্যাপিল নিয়ে
লেখা হতো হাজার একটা প্রতিবেদন
টিভিতে জলসা বসতো,
চুলোচুলি হতো বান্ধবীর সংখ্যা ও ঘনিষ্ঠতা নিয়ে
ব্রেকিং-নিউজে দু-চারটে মিটু এলেও
অবাক হওয়ার কিছু ছিলো না
রবীন্দ্রনাথ বেঁচে থাকলে বেশ ভালোই হতো
ক্ষমা সুলভ দৃষ্টিতে উনি কাঁধ বাড়িয়ে দিতেন
বন্দুক আপনে আপ চলে আসতো
ব্রিগেডে একক কবিতাপাঠ হতো
গ্রাম থেকে শহর থেকে সমস্ত সুন্দরীরা নেমে আসতো রাস্তায়
এতো রং এতো আলো এতো প্রেম
এসব কিছু কেবল আপনাকেই মানায়
স্যার, আপনি মরে গিয়ে সর্বনাশ করে দিয়েছেন