ত্রিপুরায় প্রচারে হামলা, হুঁশিয়ার করলেন অভিষেক!

তৃতীয়পক্ষ ওয়েব- ত্রিপুরায় দিদির দূত কর্মসূচির প্রথম দিনেই হল হামলা। এদিন তৃণমূলের উপরে হামলার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে৷  ত্রিপুরার আমতলি এলাকায় দিদির দূতের প্রচারগাড়িতে হামলার জেরে আহত হন তৃণমূলের রাজ্য সভার সাংসদ সুস্মিতা দেব৷  অন্তত দশজন কর্মী আহত হয়েছে বলে অভিযোগ৷ এমনকি ভাঙচুর করার হয়েছে তৃণমূলের প্রচার গাড়িতেও৷

এই ঘটনার পর আমতলি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল৷ তীব্র নিন্দা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

প্রসঙ্গত বাংলার মতো ত্রিপুরাতেও দিদির দূত কর্মসূচি শুরু করেছে তৃণমূল৷সেখানে বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে দিদির দূত হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা৷ আমতলি বাজারে কর্মসূচিতে যোগ দিতে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব৷ সেখানে তাঁর সঙ্গে দলীয় কর্মীরাও উপস্থিত ছিলেন৷

 

সুস্মিতা দেব অভিযোগ করেন, এদিন প্রচার শুরু হতে না হতেই বিজেপি-র কয়েকজন কর্মী এসে তাঁদের উপরে আক্রমণ চালান৷ তাঁকে সহ তৃণমূল কর্মীদের মারধর করার পাশাপাশি ‘দিদির দূত’ কর্মসূচির জন্য নিয়ে আসা গাড়িটিও ভাঙচুর করা হয়৷

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের দিকে আঙুল তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন যে, ‘বিপ্লব দেবের গুন্ডা রাজে বিরোধীদের উপরে আক্রমণের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হচ্ছে৷ একজন রাজ্যসভার সাংসদকে শারীরিক নিগ্রহ করার মতো লজ্জাজনক আর কিছু হয় না৷ এটাই ত্রিপুরার বিজেপি-র গুন্ডাদের রাজনৈতিক সন্ত্রাস৷ সময় ঘনিয়ে এসেছে, ত্রিপুরার মানুষই জবাব দেবেন৷’

এই ঘটনায় তৃণমূলের ১৫ জন মতো কর্মী সমর্থক আহত হয়েছেন বলেও জানান তিনি৷ যদিও কেউ গ্রেফতার হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানায়নি ত্রিপুরা পুলিশ৷

 

শেয়ার করতে:

You cannot copy content of this page