বহুতলে বিধ্বংসী আগুন, ১৯ তলার ব্যালকনি থেকে পড়ে গেলেন যুবক
তৃতীয়পক্ষ ওয়েব- শেষ পর্যন্ত আর রক্ষা হল না। তার আগে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠল যুবক৷ ১৯ তলার বারান্দা থেকে ঝুলছিলেন যুবক৷ সেখান থেকেই পড়ে গেলেন। সবার চোখের সামনেই ১৯ তলার বারান্দা থেকে নীচে পড়ে প্রাণ হারালেন তিরিশ বছর বয়সি এক যুবক৷
এ দক্ষিণ মুম্বাইয়ের একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে আজ৷ আগুনের গ্রাস থেকে বাঁচতে এভাবেই অকালে মৃত্যু হল এক যুবকের৷ আগুন লাগার পর বহুতলটির ব্যালকনি থেকে ঝুলছিলেন ওই যুবক৷ কয়েক মুহূর্ত পরেই ব্যালকনি থেকে নীচে পড়ে যান তিনি৷ মৃত যুবকের নাম অরুণ তিওয়ারি৷
মুম্বাইয়ের দমকল বিভাগের তথ্য অনুযায়ী, এদিন কুরে রোডের অভিঘ্না পার্ক টাওয়ারে বেলা বারোটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে৷ এই অগ্নিকাণ্ডের ঘটনা বেশ সঙ্গীন ছিল। মুম্বাই পুরনিগমের কমিশনার ইকবাল সিং চাহাল এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷