শাহরুখের মুখে কি আজ হাসি ফুটবে! ফের কলকাতায় ট্রফির গন্ধ KKR-এর
তৃতীয়পক্ষ ওয়েব- এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। যার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে KKR। বাকি ৪ বার খালি হাতেই ফিরতে হয়েছে নাইটদের। বিগত ১৩ বছরের আইপিএল ইতিহাসে নাইটরা দু’বারের চ্যাম্পিয়ন। এবার পরিস্থিতি একটু আলাদা। সম্প্রতি ড্রাগ কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান এনসিবির হেফাজতে। বেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিং খান। আর এই পরিস্থিতিতে আজকের জয় শাহরুখের মুখে নিশ্চয়ই হাসি ফোটাবে এটাই আশা করছেন অনেকে।
২০১১ আইপিএল-এ প্রথমবার Kolkata Knight Riders প্লেঅফে উঠেছিল। কিন্তু এলিমিনেটর-এ মুম্বইয়ের কাছে চার উইকেটে হেরে যায় কেকেআর। তবে পরের বছরই আইপিএল খেতাব জেতে কলকাতা। সেসময় ধুমধাম করে সেলিব্রেশন হয়েছিল। ভালো পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে তারা। সেইসময় প্রথম কোয়ালিফায়ার দিল্লিকে ১৮ রানে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতত্বাধীন কলকাতা নাইট রাইডার্স ফের খেতাব জেতে। লিগ পর্বে কেকেআর তাঁদের খেলা শেষ করেছিল তিন নম্বরে। এর পর প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবের বিরুদ্ধে ২৮ রানে জেতে কেকেআর। ফাইনালে পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল কলকাতা।
তবে এবার কেকেআরের মিডল অর্ডার নিয়ে উঠে আসছে প্রশ্ন। সবথেকে বড়ো প্রশ্ন কেকেআর ক্যাপ্টেন মরগানের পারফরম্যান্স নিয়ে। মরশুম শেষ হয়ে আসলেও, তিনি রান পেলেন না। তবে তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে কোনও প্রশ্নই উঠবে না। কারণ সঠিক সময়ে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে কেকেআরের দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ারও রয়েছেন দুরন্ত ফর্মে। ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে সেটাই সব থেকে বড় স্বস্তি নাইটদের। তবে আজ একটা জিনিসই দেখার, শেষ হাসি হাসছে কারা।