Miss Universe 2021: ‘চক দে ফট্টে ইন্ডিয়া’, মাতৃভাষাতেই চিৎকার করলেন হারনাজ
তৃতীয়পক্ষ ওয়েব- সকাল সকাল সুখবর গোটা দেশের জন্যে। সারা বিশ্বের মধ্যে ১৩০ কোটি ভারতীয়র মুখ উজ্জ্বল করল চণ্ডীগড়ের মেয়ে। ২১ বছরের অপেক্ষা শেষ হল। মিস ইউনিভার্সের মঞ্চে বিজয়ীর নাম ঘোষণার সময় উচ্চারিত হল ভারতের নাম।
ইজরায়েলের এইলাতে অনুষ্ঠিত হওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার শিরোপা উঠল ভারতের হারনাজ সান্ধুর মাথায়। করোনায় জর্জরিত চলতি বছরের প্রতিযোগিতায় গোটা বিশ্বের ৭৯ দেশের সুন্দরীকে পিছনে ফেললেন মিস ইন্ডিয়া ইউনিভার্স হারনাজ। শেষ পর্বে মিস প্যারাগুয়ে নাদিয়া ফেরিয়া এবং মিস সাউথ আফ্রিকা লালেলা মেসওয়ানে-কে পিছনে ফেললেন হারনাজ। ফার্স্ট ও সেকেন্ড রানার আপের শিরোপা উঠেছে নাদিয়া ও লালেলার মাথায়।
হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। সেরার শিরোপা মাথায় পরে মাতৃভাষাতেই চিৎকার করে উঠেন- ‘চক দে ফট্টে ইন্ডিয়া…’।
১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন মিস ইন্ডিয়া, সুস্মিতা সেন। এরপর ছয় বছর পর লারা দত্ত এই ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন। গত ২০ বছর ধরে ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতায় ভারতের ঝুলি খালিই থেকেছে কিন্তু সেই অপেক্ষায় এদিন সমাপ্তি টানলেন হারনাজ।