প্রায় অন্ধ দুই ব্যক্তির দৃষ্টি ফিরছে মৃত বৃদ্ধার অঙ্গদানে
তৃতীয়পক্ষ ওয়েব- সম্প্রতি বারাসাতের একটি ঘটনা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে বিভিন্নমহলে। সুনীলিমা সেনগুপ্ত নামের একজন বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীলিমা সেনগুপ্ত। সেইদিন সন্ধেবেলাতেই বয়সজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে তিনি তার পরিবারের কাছে অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সেই বৃদ্ধার ইচ্ছে অনুসারে তার পরিবার যোগাযোগ করেন ‘সামাজিক অর্গান ডোনেশন ফোরাম’-এর সঙ্গে। এরপর সেই ফোরামের উদ্যোগে ‘রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন’ সরাসরি হাসপাতাল থেকেই বৃদ্ধার কর্নিয়া সংগ্রহ করে। আর সেই কর্নিয়ায় দৃষ্টিশক্তি ফিরে পাবে দুজন প্রায়ান্ধ মানুষ।
সামাজিক অর্গান ডোনেশন ফোরামের পক্ষে সুজন ভট্টাচার্য জানিয়েছেন, সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সরাসরি অঙ্গদান নিয়ে তারা বিভিন্ন ক্রিয়াকলাপ করে যাচ্ছেন। আর ভবিষ্যতে বারাসাত জেলা হাসপাতালেই যাতে চক্ষূ ও ত্বক ব্যাঙ্ক গড়ে ওঠে, সেইজন্য সরকারের কাছে তারা আবেদন করবেন। তাঁর কথায়, “সুনীলিমা সেনগুপ্তের চক্ষূদানের সিদ্ধান্ত আগামী প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত। আগামীতে এই নিয়ে আরো অনেক বেশি মানুষ সচেতন হবেন।”