Raj-Subhashree: নতুন বছরে নতুন খবর নিয়ে

তৃতীয়পক্ষ ওয়েব- পরিণীতা ছবিতে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)  ও ঋত্বিক চক্রবর্তী(Ritwick Chakraborty), পরিচালক-অভিনেতার এই ট্রায়ো দর্শককে মুগ্ধ করেছিল। আর একবার ফের বড়পর্দায় ফিরছে এই টিম। ছবির গল্প একেবারে আলাদা। হালকা প্রেমের ছবির পর এবার তাঁরা বলবেন রাজনৈতিক গল্প, যেখানে রয়েছে ধর্মকে ঘিরে হিংসা ও হানাহানি। ছবিটির নাম ‘ধর্মযুদ্ধ’।

২০১৯ সালে রাজ চক্রবর্তী ঘোষণা করেছিলেন এটি, ট্রেলার মুক্তি পেয়েছিল ২০২০ সালের ভ্যালেন্টাইনস ডে-তে। এরপরেই করোনার কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল ছবির মুক্তি। অবশেষে পরিচালক ঘোষণা করেন যে আগামী বছর ২১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। ট্রেলারে দেখা যায়, সবকিছু ভুলে হঠাৎই ‘আম্মি’র গলায় ছুড়ি ধরল রাঘব। তাঁকে বাঁচাতে ছুটে এলো জব্বর। দূর থেকে একটি বাসে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। অন্যদিকে পিছন থেকে ছুটে আসা কিছু হিংস্র লোকজনের থেকে স্ত্রী আর হবু সন্তানকে বাঁচাতে প্রাণপণে চেষ্টা করছে মুন্নির স্বামী। এই সময়টা বিশেষ ভালো নয়। চারিদিকেই আগুন জ্বলছে। ভালোবাসা ভুলে ধর্ম নিয়ে চলছে হানাহানি। এরকমই এক অস্থির সময়ের ছবি উঠে এসেছে রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধের ট্রেলারে।

ভ্যালেন্টাইনস ডে’তে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর ছবি ‘ধর্মযুদ্ধ’র ট্রেলার। তবে প্রেম দিবসে ভালোবাসা নয়, বর্তমান সময়ে ভালোবাসা ভুলে কীভাবে কিছু মৌলবাদী লোকজন হিংসা হানাহানিতে মেতে উঠেছে সেই ছবিই তুলে ধরা হয়েছিল ছবির ট্রেলারে। আসলে ধর্মের হানাহানি হারিয়ে প্রেমের বার্তাই দিতে চেয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakroborty)।

শেয়ার করতে:

You cannot copy content of this page