shahrukh khan

‘শাহরুখের জন্য প্রেম করা হল না’!

তৃতীয়পক্ষ ওয়েব- ভালবাসায় আঘাত পাওয়া নতুন কিছু নয়। আম আদমি থেকে বলিউড স্টার। সকলেই এই পথে একবার না একবার হেঁটেছেন। তবে কারওর জন্য জীবন নষ্ট হওয়ার কথা সবার সামনে সচরাচর কেউ বলেননি এভাবে ৷  সম্প্রতি কিং খানের বিষয়ে এরকমই মন্তব্য করেছেন স্বরা ভাস্কর ৷ স্বরা ভাস্কর জানিয়েছেন, শাহরুখ খান ও আদিত্য চোপড়ার জন্যই তাঁর জীবনে প্রেম আসেনি ৷ এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

৩৪ বছর-এর এই অভিনেত্রী বিয়ে করেননি এখনও ৷ প্রেমের খবরও সচরাচর শোনা যায় না তাঁর ব্যাপারে ৷ তবে ভালবাসার কথা জিজ্ঞেস করতেই সরাসরি আদিত্য চোপড়া ও শাহরুখ খানকে দোষারোপ করলেন তিনি ৷

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে স্বরা জানান, আমার প্রেম জীবন নষ্ট করেছেন আদিত্য চোপড়া এবং শাহরুখ খান ৷ সবার প্রিয় ‘দিলওয়ালে দুলহানিয়া’ তাঁর জীবনের দেখা সেরা ছবি ৷ আর সেই দিলওয়ালে দুলহানিয়ার ‘রাজের’ অপেক্ষা করতে করতেই তাঁর জীবনে প্রেম আসেনি ৷ এর কারণ হিসেবে স্বরা বললেন, তাঁর বহুদিন সময় লেগেছে এটাই বিশ্বাস করতে যে রাজ একটা কাল্পনিক চরিত্র ৷ রাজের খোঁজ করতে করতেই প্রেম করা হল না তাঁর ৷  স্বরা  বলেন, যে তিনি সম্পর্কের জন্য খুব একটা ভালো মানুষ নন ৷ তাঁর আর প্রেম করার মত আগ্রহ নেই ৷

‘জাহান চার ইয়ার’ ছবিটি মুক্তি পাবে শীঘ্রই ৷ ছবিটির প্রোমোশনে এসেই নিজের প্রেম জীবন নিয়ে খোলামেলা হলেন স্বরা ৷  কমল পান্ডে ডিরেকশন দিয়েছেন এই সিনেমার।

মেয়েদের স্বাধীনতা ও অধিকারের ব্যাপারে বরাবরই সরব হয়েছেন স্বরা ৷ এর আগেও একাধিক বিষয় নিয়ে মুখ খুলে সমালোচিত হয়েছেন তিনি ৷ ১৬ সেপ্টেম্বর থিয়েটারে মুক্তি পেতে চলেছে ‘জাহান চার ইয়ার’ সিনেমাটি ৷

শেয়ার করতে:

You cannot copy content of this page