theatre

চেতনা ৫০ নাট্যোৎসব

তৃতীয়পক্ষ ওয়েব- আজ থেকে শুরু হলো চেতনা নাট্যোৎসব। চেতনা নাট্য গোষ্ঠী এ বছর ৫০-এ পড়ল। নাট্য জগতে যে মহীরুহরা এখন বেঁচে আছেন তাদের মধ্যে একজন হলেন অরুণ মুখোপাধ্যায়। অরুণ মুখোপাধ্যায় ৮২ আর চেতনা ৫০। এই দীর্ঘ যাত্রা বাঙালি মনন এবং চেতনাকে সমৃদ্ধ করেছে। আগামী সাতদিনে সাতটি নাটক দেখানো হবে। খুব সাম্প্রতিক সময়ে চেতনা তার পথ চলার প্রেরণা আরতী মুখোপাধ্যায়কে হারিয়েছে। আরতি মুখোপাধ্যায় অরুণবাবুর স্ত্রী। চেতনার জন্মলগ্ন থেকে গড়ে তুলেছেন। চেতনার এই নাট্যোৎসব তাঁকে উৎসর্গ করে।

 

এই নাটকগুলি দেখার জন্য দর্শকদের উৎসাহ প্রবল এবং প্রত্যেকটি শো’ই হাউজফুল। হাউজফুল হওয়ার পরেও টিকিটের চাহিদা তুঙ্গে। উল্লেখযোগ্য, চেতনা তার যাত্রাপথ শুরু করার সময় যে নাটকগুলির হাত ধরে তার উত্থান হয়েছিল, মারীচ সংবাদ বা জগন্নাথ, সেগুলির শেষ শো এই নাট্য উৎসবেই হবে বলে ঘোষণা করেছেন চেতনা নাট্য কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে অরুণ মুখোপাধ্যায় চাইছিলেন মারীচ সংবাদ শেষ হোক। কারণ, তাঁর মতে, নাটক তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। কিন্তু এই নাটক কোনোদিনই যে তার প্রাসঙ্গিকতা হারাবে না তা বলা বাহুল্য। তবুও অরুণ মুখোপাধ্যায়ের ভাবনাকে সম্মান করে চেতনা নাট্য কর্তৃপক্ষ ঘোষণা করেছেন- মারীচ সংবাদ এবং জগন্নাথ এই নাটক দুটির শেষ শো হবে চেতনার ৫০তম নাট্যোৎসবে।

যে যে নাটক গুলি পরিবেশিত হবে

চেতনার নাট্যমঞ্চে যে বইগুলো পাওয়া যাবে, সে সম্পর্কে সুমন মুখোপাধ্যায় জানিয়েছেন-

(১৮ – ২৩ নভেম্বর) নিম্নলিখিত বইগুলি পাওয়া যাবে প্রেক্ষাগৃহে ঃ

১। চেতনা ত্রয়ী (অরুণ মুখোপাধ্যায়ের তিনটি নাটকঃ মারীচ সংবাদ, জগন্নাথ, রামযাত্রা) প্রকাশকঃ চেতনা প্রচ্ছদঃ হিরণ মিত্র সম্পাদনাঃ তরুণ ভট্টাচার্য

২। চেতনা নাট্যপত্র (চেতনা ৫০ উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যা) প্রকাশকঃ চেতনা প্রচ্ছদঃ হিরণ মিত্র সম্পাদনাঃ তরুণ ভট্টাচার্য

৩। চেতনার গান (চেতনার নাটকের গানের সংকলন) প্রকাশকঃ সপ্তর্ষি প্রচ্ছদঃ Evening Saga

৪। মঞ্চচিত্রের বৃত্তান্ত – সুমন মুখোপাধ্যায় প্রকাশকঃ দে’জ প্রচ্ছদঃ হিরণ মিত্র সম্পাদনাঃ দেবর্ষি বন্দ্যোপাধ্যায়

৫। Mareech, the legend and Jagannath (English translation of the two plays by Utkal Mohanty and Himani Banerjee) Publisher: Seagull Books Cover design: Navin Kishore

সুমন মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, এই নাট্যোৎসবে ‘চেতনা সম্মান’ জানানো হবে প্রখ্যাত নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র এবং অশোক মুখোপাধ্যায়’কে। জানাবেন অরুণ মুখোপাধ্যায়, চেতনার পক্ষ থেকে। আজকের শো’ রাণী ব্রুয়েসা নাটক মঞ্চস্থ হওয়ার পর এই সম্মান জানানো হবে।

আমরা চেতনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় জুড়ে বাঙালি মননকে গঠন করার জন্য। এই নাট্যোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

শেয়ার করতে:

You cannot copy content of this page